নিউজ ডেস্ক : নিউজিল্যান্ডের উত্তরে গ্লেনবারভি ফরেস্টে একটি প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২ জনের প্রাণহানি হয়েছে। এটি বাণিজ্যিক হেলিকপ্টার বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা বনের মধ্যে যে ধংসাবশেষ পেয়েছেন তা একটি আর৪৪ চপারের বলে জানা গেছে।
জন অ্যাশবি নামে উদ্ধার অভিযান কেন্দ্রের এক কর্মকর্তা জানান, পুলিশের নেতৃত্বে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, বিধ্বস্তের আগে প্লেনটি কি অবস্থায় ছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। একইসঙ্গে চলছে মরদেহ সনাক্তের কাজ।
Be the first to comment on "নিউজিল্যান্ডে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ২"