শিরোনাম

ফিলিপাইনে জার্মান পর্যটকের শিরশ্ছেদ

নিউজ ডেস্ক : এবার ফিলিপাইনে আইএস এর ধাঁচেই অপহৃত জার্মান নাগরিকের শিরশ্ছেদ করে হত্যা করল জঙ্গিরা। হত্যার পরে সেই ভিডিও ওয়েবসাইটে পোস্টও করে তারা।

আবু সায়াফ নামে এই জঙ্গি সংগঠন সমগ্র ফিলিপাইনে এখন আতংক ছড়িয়ে বেড়াচ্ছে বলে দাবি সেদেশের গোয়েন্দা বিভাগের। ২০১৬ সালের অক্টোবরে কেন্টার নামে ওই জার্মান পর্যটককে অপহরণ করে প্রায় ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে ওই জঙ্গি সংগঠন। এরপর নভেম্বরে কেন্টারের সঙ্গী সাবিন মেরজকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তারপরেই কেন্টারের পরিবারের তরফ থেকে ফিলিপাইন সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়।

মুক্তিপণ নিয়ে জঙ্গিদের সঙ্গে কথাও করছিলেন জার্মান দূতাবাদের কর্মী জেসাস দুরেজা। তিনিই প্রথমে জানিয়েছিলেন কেন্টারকে হত্যা করেছে জঙ্গিরা। কিন্তু কয়েকদিন আগেই একটি ভিডিও ওয়েবসাইটে পোস্ট করে আবু সায়াফ নামে ওই জঙ্গি সংগঠন। তাতে দেখানো হয়েছে কেন্টারের শিরশ্ছেদ করছে তারা। আইসিস জঙ্গিদের ধাঁচে এই হত্যা চিন্তায় ফেলেছে ফিলিপাইন সরকারকে। এখনও ১৯ জন বিদেশি পর্যটককে পণবন্দি করে রেখেছে এই জঙ্গি সংগঠন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ফিলিপাইনে জার্মান পর্যটকের শিরশ্ছেদ"

Leave a comment

Your email address will not be published.


*