শিরোনাম

ফিলিপাইনে বন্দুকযুদ্ধে মেয়রসহ নিহত ৯

নিউজ ডেস্ক : ফিলিপাইনে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দেশটির এক মেয়র ও তার নয় দেহরক্ষী নিহত হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়েছে,শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের অপরাধবিরোধী অভিযান জোরদারের ঘোষণার কয়েক ঘন্টা পরেই এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, অবৈধভাবে মাদক চোরাচালান হচ্ছে এমন খবরে রাজধানী ম্যানিলা থেকে নয়শো কিলোমিটার দক্ষিণের একটি সড়কে অবস্থান নেয় তারা। এ সময় কয়েকটি গাড়ি থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পাল্টা গুলি ছুঁড়লে দক্ষিণাঞ্চলের শহর সাউদি আমপাটুয়ানের মেয়র ও তার নয় দেহরক্ষী নিহত হন।

দেশটির প্রেসিডেন্ট ঘোষিত অবৈধ মাদক ব্যবসায়ে জড়িতদের তালিকায় ওই মেয়রের নাম ছিল।

জুনে ক্ষমতায় আসার পর মাদকবিরোধী অভিযান শুরুর ঘোষণা দেন দুতার্তে। এ পর্যন্ত প্রায় চার হাজার মানুষ এ অভিযানে নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তজার্তিক গণমাধ্যম বলছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ফিলিপাইনে বন্দুকযুদ্ধে মেয়রসহ নিহত ৯"

Leave a comment

Your email address will not be published.


*