শিরোনাম

বগুড়ায় ওসির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : বগুড়ার গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ন.ম. আব্দুল্লাহ আল হাসানের (৫২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
থানা চত্বরের সরকারি বাসার নিজ শয়ন কক্ষ থেকে বুধবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। তার বাসা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায়।
গাবতলি মডেল থানা এস আই নুরুজ্জামান জানান, গাবতলি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ন.ম. আব্দুল্লাহ আল হাসান সকাল ১০টায় থানায় এসেছিলেন। এরপর তার সরকারি বাসভবনে গলায় ফাঁস দেওয়া অবস্থার তাকে পাওয়া যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক কলহের কারণে তার এ অপমৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "বগুড়ায় ওসির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*