নিউজ ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির কৈশোরের ক্লাব বার্সেলোনায় থাকা না থাকা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। বেশ কিছু ক্লাব মেসিকে নেওয়ার জন্য বড় অংকের অর্থ প্রস্তাব করেছে। বার্সা প্রেসিডেন্ট বার্তামেউ থেকে শুরু করে হাই অফিসিয়ালরাও মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী। কিন্তু যাকে নিয়ে এত কথা সেই মেসিই মুখে কুলুপ এঁটেছেন। এবার মেসির থাকা না থাকা নিয়ে মুখ খুললেন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর রবার্তো ফার্নান্দেস।
মেসির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের আলোচনা এগুচ্ছে ধীরগতিতে। এ বিষয়ে ফার্নান্দেসের মত হলো, ক্যাম্প ন্যু তে মেসির থাকা নিয়ে তার কোনো সন্দেহ নেই। তিনি বলেছেন, “মেসি চুক্তি নবায়ন করবে। আমি সবসময় বলেছি, মেসি বার্সেলোনাতে সুখে আছে। এখানে সে ভালো আছে; অসাধারণ একটি ক্লাবের সঙ্গে রয়েছে। মেসি যে চুক্তি নবায়ন করবে, তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। ”
মেসির সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তি শেষ হবে ২০১৮ সালে। চুক্তি নবায়নে এই ধীরগতি ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের পারফরম্যান্সে প্রভাব ফেলছে না তা বলাই যায়। সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে ও মৌসুমে ৪১ গোল করেছেন বার্সা সুপারস্টার। তিনি বার্সাতে থেকে গেলে বার্সা ভক্তদের জন্য তা হবে দারুণ এক ব্যাপার!
Be the first to comment on "‘বার্সাতে সুখে আছে মেসি; বার্সাতেই থাকবে’"