নিউজ ডেস্ক॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিয়োগ পরীক্ষা স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চাকরি প্রত্যাশী চিকিৎসকরা। এসময় তারা মিছিল নিয়ে ভিসির কার্যলয়ে যান এবং সেখানে দুপুর থেকে এখন রাত পর্যন্ত তারা প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমানকে অবরুদ্ধ করে রেখেন। দুপুর থেকে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা ২৩ মিনিট) বিভোক্ষ চলছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, ২৫শে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়। এ পরিপ্রেক্ষিতে বুধবার দুপুর ১২টা থেকে প্রায় চার শতাধিক চাকরি প্রত্যাশী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। পরে দুপুর ২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্লকে যান এবং ভিসির কার্যালয়ের সামনে গিয়ে দ্রুত নিয়োগের দাবিতে সেøাগান দিতে থাকেন। এসময় তারা ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া না থাকায় প্রো-ভিসি (শিক্ষা) কার্যালয় অবরুদ্ধ করে রাখেন। সূত্র বলছে, দুপুর ২টা থেকে রাত পর্যন্ত ডা. সাহানা আখতার অবরুদ্ধ হয়ে আছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ডা. সাহানা আখতার কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, যা বলার ভিসি স্যার বলবেন। আমি কিছু বলবো না। আমি ভালো আছি। বিক্ষোভকারী চিকিৎসকদের কয়েকজন বলেন, এখানে দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে। বিভিন্ন সময়ে কিছু নিয়োগ হলেও সেগুলো অনিয়মতান্ত্রিকভাবে তদবিরের মাধ্যমে হয়েছে। তাই ২০১৬ সাল থেকে নতুনদের নিয়োগের জন্য দাবি জানানো হচ্ছে। এরপর ২০১৭’র অক্টোবরে ২০০ জন মেডিকেল অফিসার চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি মাসের ২৭শে সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু অদৃশ্য কারণে তা স্থগিত করে দেয় কর্তৃপক্ষ। তাই আমরা বিক্ষোভ করছি। এখন প্রো-ভিসিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। নিয়োগের আশ্বাস না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। সূত্র জানায়, অব্যাহত তদবিরের মুখে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নিয়োগ পরীক্ষা স্থগিতের এ সিদ্ধান্ত নেয়া। ১৮০ মেডিকেল অফিসার ও ২০ ডেন্টাল সার্জন নিয়োগের লক্ষ্যে ২৭ তারিখ এ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া শুরুর পর থেকে নানা জটিলতা শুরু হয়। এত বেশি তদবির এসেছে যে, প্রশাসন বিব্রতকর অবস্থায় পড়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। পরিস্থিতি যেন আরও খারাপ না হয় সেজন্যই পরীক্ষা গ্রহণ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট।
Be the first to comment on "বিএসএমএমইউতে নিয়োগ স্থগিতের প্রতিবাদে রাত পর্যন্ত বিক্ষোভ, প্রো-ভিসি অবরুদ্ধ"