নিউজ ডেস্ক: মাইন বিস্ফোরণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ৫জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। স্থানীয় সময় রোববার বেলা ১১টার দিকে মধ্য মালির মপতি অঞ্চলে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।
রোববার ছিল জাতিসংঘের শান্তিরক্ষী দিবস। এ দিনেই মালিতে মাইন বিস্ফোরণে শান্তিরক্ষী নিহত ও আহতের ঘটনা ঘটল।
বিবিসি জানিয়েছে, মপতি অঞ্চলের রাস্তায় পুঁতে রাখা মাইন বিস্ফোরণে শান্তিরক্ষীদের বহনকারী একটি গাড়িতে আগুন ধরে যায়। নিহত ও আহত সব শান্তিরক্ষীই আফ্রিকার অপর দেশ টোগোর। তবে এখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
অবশ্য জাতিসংঘ মিশন শুরুর আগেই ফ্রান্সের সেনারা মালিতে অবস্থান নিয়েছিল। ফ্রান্সের সাবেক উপনিবেশ মালি।
মধ্য মালির মপতি অঞ্চল মেসিনা লিবারেশন ফ্রন্টের শক্ত ঘাঁটি। এই গোষ্ঠীর সঙ্গে আল-কায়েদার যোগাযোগ আছে বলে ধারণা করা হয়। মাইন বিস্ফোরণের সঙ্গে মেসিনা ফ্রন্ট যুক্ত থাকতে পারে।
ইসলামপন্থী ও তুয়ারেগ যোদ্ধাদের দমনে এবং মালিতে শান্তি প্রতিষ্ঠায় ২০১৩ সালে সেখানে জাতিসংঘের মিশন শুরু হয়। মালির মধ্য ও উত্তরাঞ্চলে প্রায়ই শান্তিরক্ষীরা হামলার শিকার হন। বর্তমানে মালিতে ১২ হাজার শান্তিরক্ষী কাজ করছে।
এর আগে ২০১৫ সালে মালির রাজধানী বামাকোতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দুই বন্দুকধারীসহ ২২ জন নিহত হয়।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত বছর ১৬টি দেশে শান্তিরক্ষার মিশনে ১২০ জন জাতিসংঘের কর্মী নিহত হয়েছে।

Be the first to comment on "মালিতে মাইন বিস্ফোরণে ৫ শান্তিরক্ষী নিহত"