নিউজ ডেস্ক : লা লিগায় শ্বাসরুদ্ধকর ম্যাচের ইনজুরি টাইমে লিওনেল মেসির পেলান্টি গোলে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ জয়ের ফলে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এল কাতালানরা। এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ আর আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ১৮।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠ এস্তদিও মাস্তেইয়ায় ম্যাচের ২২ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় সফরকারী বার্সেলোনা। এরপর জোর চেষ্টা চালালেও প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি ভ্যালেন্সিয়া। তবে বিরতির পর বেশিক্ষণ সময় নেয়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মুনির হাদ্দাদির গোলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া। এর ঠিক চার মিনিট পরেই এগিয়ে যায় স্বাগতিকরা। নানির উঁচু করে বাড়ানো বলে গোল করেন ভ্যালেন্সিয়া ফরোয়ার্ড রদ্রিগো মোরেনো।
তবে খুব বেশিক্ষণ নিজেদের এগিয়ে থাকা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। কেননা ৬২ মিনিটে ভ্যালেন্সিয়া সীমানায় আঘাত হানেন ব্যাড বয় লুইস সুয়ারেজ। আর তাতেই ২-২ এ সমতায় ফেরে বার্সেলোনা।
ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে আসে মেসির জয়সূচক গোলটি। সুয়ারেসকে আইমান আবদেনুর ফেলে দিলে স্পটকিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি। গোলটি উদযাপনরত খেলোয়াড়দের গায়ে বোতল ছুড়ে মারা হয় গ্যালারি থেকে।
Be the first to comment on "মেসির শেষ মুহূর্তের গোলে বার্সার জয়"