নিউজ ডেস্ক: মেয়েরা আবার পর্ন দেখে নাকি? উহু। এ প্রশ্ন যদি এখনও আপনার মনে থাকে, তা হলে বেশ ভুল ভাবছেন। সাম্প্রতিক গবেষণা বলছে মহিলারাও চুটিয়ে পর্ন দেখেন। রীতিমতো তা এনজয় করেন। পর্ন দেখা বা পর্ন সংক্রান্ত বিষয় নিয়ে মেয়েদের এমন কিছু অভ্যেসের কথা যা হয়তো আপনার অজানা।
অনেকেই ভাবেন মেয়েরা পর্ন দেখেন না। মোটেই না। ধারণাটা এক্কেবারে ভুল। সম্প্রতি একটি গবেষণা বলছে, বিশ্বজুড়ে প্রতি মাসে প্রায় ১৩ মিলিয়ন মহিলা চুটিয়ে পর্ন দেখেন।
সমীক্ষা বলছে, মাত্র ২ শতাংশ মহিলা পয়সা দিয়ে পর্ন ভিডিও সাবসক্রাইব করেন। বাকিরা ফ্রিতেই বাজিমাত করতে পছন্দ করেন।
এটা কী জানেন? বেশিরভাগ মার্কিন পর্ন তারকারা নাকি একরকম দেখতে!
পর্ন ছবিতে স্ট্রং স্টোরি লাইন থাকলে তা নাকি মহিলাদের বেশি পছন্দ হয়।
গবেষণায় প্রকাশ, পর্ন ছবির মিউজিক মহিলাদের ওপর খুব বেশি প্রভাব ফেলে। এমনকী পর্ন দেখার সময়ও মিউজিকের কারণ তাঁদের মুড সুইং করতে পারে।
দুপুরের শেষে বা বিকেলে মহিলারা পর্ন দেখতে সবচেয়ে বেশি পছন্দ করেন।
এখনও পর্যন্ত যত পর্ন ছবির শুটিং হয়েছে তাতে টিনএজার মহিলাদের বেশি দেখানো হয়েছে।
পর্ন ছবিতে পুরুষদের তুলনায় মহিলাদের জনপ্রিয়তা বেশি। আর সেটা ফিমেল ভিউয়াররা ভালই উপভোগ করেন।

Be the first to comment on "মেয়েদের পর্ন দেখার অভ্যাস"