শিরোনাম

পেট্রোল বোমা মেরে হত্যাকারিদের প্রতিরোধ করতে হবে : নৌমন্ত্রী

নিউজস্ব প্রতিবেদক :বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে কার্যকরী সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, মে দিবসে শপথ নিতে হবে যারা পেট্রোল বোমা মেরে ড্রাইভার হেলপার হত্যা করেছে তাদের প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, সড়ক পরিবহন শ্রমিকদের দাবী আদায়ের আন্দোলন চলবে। এ জন্য সড়ক পরিবহনের শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। মন্ত্রী আজ মে দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশন আয়োজিত র‌্যালী পূর্ব এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান প্রচার সম্পাদক ইমাম হোসেন বাচ্চু প্রমূখ। সভাপতিত্ব করেন সংগঠনের সাধারন সম্পাদক ওসমান আলী। সড়ক শ্রমিকদের একটি র‌্যালী প্রেসক্লাব থেকে শুরু হয়ে মতিঝিল সড়ক পরিবহন ফেডারেশনে অফিসের সামনে গিয়ে শেষ হয়। শাজাহান খান বলেন, বিএনপি-জামাত ব্যার্থ অসহযোগ আন্দোলন করে ৯২ জন গাড়ীর ড্রাইভার, হেলপার পুড়িয়ে পিটিয়ে হত্যা করেছে। ১ হাজার গাড়ী পুড়িয়েছে আর ৩ হাজার গাড়ী ভাংচুর করেছে।
তিনি বলেন, ক্ষমতায় কে থাকবে কে থাকবে না এ জন্য দলগুলো আন্দোলন করতে গিয়ে সড়ক শ্রমিকদের প্রাণ যাবে তা হতে পারে না।
মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব । তিনি সড়ক শ্রমিকদের কল্যান ফান্ডে টাকা দিয়েছে আরো দেবেন। গার্মেন্ট শ্রমিকদের বেতন বাড়ানের জন্য সক্রীয় সচেষ্ট ছিলেন। তারই অনুরোধে গার্মেন্ট মালিকরা শ্রমিমদের বেতন বারিয়ে দিয়েছে।

basic-bank

Be the first to comment on "পেট্রোল বোমা মেরে হত্যাকারিদের প্রতিরোধ করতে হবে : নৌমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*