নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় প্রথম বারের মত চালের পরিবর্তে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) পরিষদ চত্ত্বরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতার হোসেন দুস্থ অসহায় পরিবারের মাঝে নগদ ৪৫০ টাকা করে বিতরণ করেন। এ সময় ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: হামিদুল ইসলাম, ইউনিয়ন বিট পুলিশ কর্মকর্তা এসআই মাসুদুর রহমানসহ পরিষদের বিভিন্ন ওয়ার্ড সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন। এ ইউনিয়নে ৩ হাজার ৮’শ ৪০টি পরিবারের মাঝে ১৭ লক্ষ ২৮ হাজার টাকা প্রদান করা হয়েছে। লোহাগড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মাদ রুবেল জানান, ঈদের আগেই লোহাগড়া পৌরসভাসহ সকল ইউনিয়নে এ সহায়তা প্রদান করা হবে।
Be the first to comment on "লোহাগড়ার জয়পুর ইউনিয়নে ভিজিএফের আওতায় নগদ অর্থ সহায়তা প্রদান"