শিরোনাম

লোহাগড়ার লাহুড়িয়ায় নির্মিত হচ্ছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

লোহাগড়ার লাহুড়িয়ায় নির্মিত হচ্ছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামে নির্মিত হচ্ছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। শনিবার দুপুরে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম।
নড়াইল পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, ১০ শয্যার এ হাসপাতালে তিন তলা হাসপাতাল ভবন ও তিনতলা ডর্মেটারি ভবন হবে। এতে বরাদ্দ হয়েছে ৪ কোটি ৭২ লাখ টাকা। ফরিদপুরের মেসার্স শ্রাবনি কনস্ট্রাকশন এর ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ কাজ করবেন। ভবনটি দেড় বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করবেন ওই প্রতিষ্ঠান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা, উপসচিব সৈয়দ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, নড়াইল পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. শামসুল আলম, লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ প্লাবন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান প্রমুখ।
উপপরিচালক মো. শামসুল আলম জানান, এ হাসপাতাল করতে লাহুড়িয়া গ্রামের কৃষক পরিবারের সন্তান শেখ মনিরুল ইসলাম ৫২ শতাংশ জমি দান করেছেন।
এর আগে সকালে দুদক কমিশনার লোহাগড়া-লাহুড়িয়া সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করেন। এতে কালনা থেকে সিডি পর্যন্ত এবং শিয়রবর থেকে মাকড়াইল পর্যন্ত সড়ক পাকা হবে। সড়ক ও জলপথ (সওজ) আওতাধীন এ কাজে বরাদ্দ হয়েছে সাড়ে ১২ কোটি টাকা।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ার লাহুড়িয়ায় নির্মিত হচ্ছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র"

Leave a comment

Your email address will not be published.


*