নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া হাসপাতালের বাথরুমে অবৈধ গর্ভপাতের ফলে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। লোহাগড়া থানা পুলিশ রোববার (২ এপ্রিল) সকালে মৃত নবজাতককে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নোওয়াপাড়া গ্রামের জহির শেখের মেয়ে মিতু খানম (১৫)’র সাথে পাশর্^বর্তী ঝিকড়া গ্রামের প্রবাসী জিল্লু শেখের ছেলে নয়ন শেখ (২২)’র মধ্যে প্রায় দেড় বছর আগে মোবাইলের মাধ্যমে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। সর্ম্পকের তিন মাস পরে প্রেমিক নয়ন মিতুকে ফুসলিয়ে নিজ গ্রাম ঝিকড়ায় নিয়ে আসে। পরে প্রেমিক নয়ন একটি নির্জন জায়গায় নিয়ে মিতুকে উপূর্যপরি ধর্ষন করে। লোক লজ্জায় ভয়ে মেয়েটি বিষয়টি চেপে যায় এবং দিন দিন সে অসুস্থ হতে থাকে। শনিবার (১এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে মিতু অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে দ্রুত লোহাগড়া হাসপাতলে ভর্তি করে। ভর্তির কিছুক্ষন পর মিতুর প্রসব বেদনা অনুভুত হলে কর্তব্যরত ডাক্তার-নার্সদের না জানিয়ে হাসপাতালের বাথরুমে গিয়ে তার নানী কাজলী বেগমের সহযোগিতায় একটি পুত্র সন্তান প্রসব করে এবং নবজাতক শিশুটিকে হাসপাতালের বাথরুমের কমোটের মধ্যে ফেলে রেখে কাতরাতে থাকে। পরে কর্তব্যরত ডাক্তার একটি মৃত নবজাতকসহ মিতুকে বাথরুম থেকে উদ্ধার করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে খবর দিলে রোববার সকালে পুলিশ মৃত নবজাতককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
হাসপাতালে চিকিৎসাধীন মিতু সাংবাদিকদের জানায়, নয়ন তার সাথে প্রতারণা করেছে। ধর্ষণের পর থেকে নয়ন তার সাথে কোন যোগাযোগ করেনি। তার এই করুন পরিনতির জন্য সে নয়নকে দায়ী করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন ।
অভিযুক্ত নয়নের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও নয়নকে কোথাও পাওয়া যায়নি । নয়নের ফোন বন্ধ রয়েছে।
লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিন আহম্মেদ জানান,মিতু’র পেটে ব্যাথা হয়েছে দাবী করে সে হাসপাতালে ভর্তি হয়। পরে জানতে পারি মেয়েটি গর্ভবর্তী ছিল। সে কাউকে না জানিয়ে গভীর রাতে হাসপাতালের বাথরুমে গর্ভপাত ঘটিয়েছে। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত নবজাতককে ময়নাতদন্তের জন্য রোববার দুপুরে নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Be the first to comment on "লোহাগড়ায় অবৈধ গর্ভপাত ॥ নবজাতককে হত্যার অভিযোগ"