নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় শুক্রবার ১ মার্চ প্রথমবারের মতো পালিত হয়েছে ‘জাতীয় ভোটার দিবস’। ‘ভোটার হব, ভোট দিব’ এই স্লোগান সামনে রেখে দিবসটি পালিত হয়। গত বছরের ২ এপ্রিল ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিবছর ১ মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয় সরকার। এ উপলক্ষে উপজেলা নির্বাচন কার্যালয় স্মার্টকার্ড বিতরন,নতুন ভোটার নিবন্ধন, ভোটার সংশোধন ও র্যালীসহ নানা কর্মসূচির আয়োজন করেন। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নির্বাচন কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহন করেন, উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএম আরাফাত হোসেন, উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা, অফিস সহকারী আতিয়ার রহমান, মারুফ বিল্লাহ, মোস্তাফিজুর রহমান ও সিরাজুল ইসলামসহ স্থানীয় সুশিল সমাজ ও বিভিন্ন গনমাধ্যম কর্মীরা।
লোহাগড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

Be the first to comment on "লোহাগড়ায় জাতীয় ভোটার দিবস পালিত"