নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ার তেলকাড়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রকাশ্য দিবালোকে একজন কৃষকের বসত বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অগ্নিকান্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, আসন্ন কোটাকোল ইউপি’র উপ-নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামে ইমরুল ও নান্টুু শিকদার সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের নিজাম ও কামাল শেখ সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্ধ-সংঘাত চলে আসছিল। এর জের ধরে গত ১২মার্চ সকালে মধ্যপাড়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে শিশু ও মহিলাসহ ৪ জন আহত হয়। এ নিয়ে ওই গ্রামে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে আসছে। এর জের ধরে গতকাল রোববার (১৯মার্চ) সকাল ১০টার দিকে মৃত টুকু মোল্লার ছেলে সাবের মোল্লা,মৃত ফিরোজ মোল্লার ছেলে ফারুক মোল্যা,সুলতান মোল্যার ছেলে আশ্রমসহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী প্রকাশ্য দিবালোকে মৃত কাঞ্চন মোল্লার ছেলে ফেলু মোল্লার বসত ঘরে অগ্নিসংযোগ করে। আগুনে বসত ঘরে রক্ষিত মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাতুব্বর কামাল শেখ অভিযোগ করে বলেন, মামলার হাজিরা দিতে নড়াইলে গেলে প্রতিপক্ষের লোকজন এ অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Be the first to comment on "লোহাগড়ায় দিবালোকে কৃষকের বসত বাড়িতে আগুন"