নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বিরোধপূর্ণ চালিঘাট গ্রাম থেকে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী রফিকুল ইসলাম ওরফে রফিককে (৩২) সোমবার রাতে আটক করেছে পুলিশ
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩মার্চ) গভীর রাতে লোহাগড়া থানার এসআই মাহফুজুল হক’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কাশিপুর ইউনিয়নের বিরোধপূর্ণ পার-চালিঘাট এলাকা থেকে ৩টি রাম দাসহ এলাকার চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী রফিকুল ইসলাম ওরফে রফিককে আটক করেন। আটক রফিক চালিঘাট গ্রামের সাইফুর রহমান ওরফে সাইফারের ছেলে। তার বিরুদ্ধে লোহাগড়া থানায় একাধিক হত্যাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানার একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Be the first to comment on "লোহাগড়ায় দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী রফিক আটক"