রাশেদ জামান,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি॥ নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মধুমতি নদীর উত্তর লংকারচর এলাকায় লাশ ভাসতে দেখে এলাকাবাসী লোহাগড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানার এসআই গোরাচাঁদ দাসের নেতৃত্বে একদল পুলিশ নদী থেকে অজ্ঞাত ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সন্ধ্যায় উদ্ধারকৃত লাশের ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার এসআই গোরাচাঁদ দাস বলেন, অজ্ঞাত ব্যক্তির পরনে ছিল চেকের লুঙ্গি। লাশটি অর্ধ গলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লাশটি নদীর উজান থেকে ভেসে এসেছে। লাশের পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে।
Be the first to comment on "লোহাগড়ায় নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার"