নিউজ ডেস্ক॥ “এই বৈশাখ জলন্ত অরুণ , এই বৈশাখ দুরন্ত তরুন” এই শ্লোগানের মাধ্যমে নড়াইলের লোহাগড়ায় বাংলা নববর্ষ উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত রোববার লক্ষীপাশা থানা সংলগ্ন আরএলপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় বটমূল চত্বরে দিনব্যাপি নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা , যেমন খুশি তেমন সাজো, শিশুদের চিত্রাংকন, নৃত্য, পুরুষদের হাড়ি ভাঙ্গা, মহিলাদের বালিশ বদল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপি অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। বিকেলে আরএলপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বটমূল চত্বরে বর্ষবরণ উদযাপন পর্ষদের আহবায়ক সাংবাদিক রূপক মুখার্জির সভাপতিত্বে ও শিল্পী লিটন রেজার পরিচালনায় আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অফিসার্স কল্যান সমিতির যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান। অন্যদের মধ্যে ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার লোহাগড়া প্রতিনিধি মারুফ সামদানী , লক্ষ্মীপাশা সংগীত একাডেমীর সাধারণ সম্পাদক শিল্পী মিলু ঠাকুর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো; চঞ্চল শেখ, উপজেলা আ‘লীগের সহ সভাপতি অবঃ লেঃ কমান্ডার এএম আব্দুল্লাহ ,মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিঃ খুলনার হেড অব ব্রাঞ্চ এটিএম সালাহউদ্দিন, যুবলীগ নেতা শেখ ছদর উদ্দিন শামীম। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। রাতে ঢাকা ও খুলনা থেকে আগত শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।
Be the first to comment on "লোহাগড়ায় নববর্ষ উৎসব পালিত"