লোহাগড়ায় নৌকার মাঝি হলেন যারা
নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে। গতকাল শনিবার (২০ নভেম্বর) রাতে ঢাকার ধানমন্ডির দলীয় কার্যালয়ে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলীয় মনোনয়ন চুড়ান্ত করে রোববার দুপুরে তা প্রকাশ করা হয়। দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন, নলদী ইউনিয়নে আবুল কালাম আজাদ পাখী, লাহুড়িয়া ফাতেমা বেগম, শালনগর লাবু মিয়া, নোয়াগ্রাম মুন্সি জোসেফ হোসেন, লক্ষীপাশা কাজী বনি আমিন, জয়পুর সাইফুল ইসলাম সুমন, লোহাগড়া নাজমিন খন্দকার, দিঘলিয়া নীনা ইয়াসমিন, মল্লিকপুর শহিদুর রহমান সাহিদ, কোটাকোল হাচান আল মামুন, ইতনা শেখ সিহানুক রহমান ও কাশিপুর ইউনিয়নে মতিয়ার রহমান।
উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Be the first to comment on "লোহাগড়ায় নৌকার মাঝি হলেন"