শিরোনাম

লোহাগড়ায় বিএনপি-জামায়াতের ৫নেতা আটক

লোহাগড়ায় বিএনপি-জামায়াতের ৫নেতা আটক

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় বিএনপি-জামায়াতের ৫নেতাকে আটক করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির চেষ্টাকালে ককটেল, হাতে তৈরি সাদৃশ্য বোমা, পেট্রোল ও লাঠিসহ তাদের আটক করা হয়েছে।
শনিবার (৩নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে পৌর এলাকার জয়পুর জেসিজি মাধ্যমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার গোপীনাথপুর গ্রামের আইন উদ্দিনের ছেলে লোহাগড়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইদ আলম শিপলু, ঝিকড়া গ্রামের মুক্তাদের’র ছেলে ঝিকড়া ওয়ার্ড যুবদলের সভাপতি তহিদুর রহমান, লুটিয়া দক্ষিন পাড়ার মৃত শেখ ফহম উদ্দিনের ছেলে দিঘলিয়া ইউনিয়ন জামায়াতের রোকন সারজান আহম্মেদ, ইতনা গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে ইতনা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি কামাল হোসেন ও মৃত আলাউদ্দিনের ছেলে ইতনা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শেখ মোহাম্মাদ রইচ উদ্দিন।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার ভোর ৬টার দিকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির জন্য পৌর এলাকার জয়পুর জেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে জড়ো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলামের নেতৃত্বে সংগীয় এসআই আতিকুজ্জামান, নুরুস সালাম সিদ্দিক, সাইফুল ইসলাম, মিল্টন কুমার দেবদাস, সুধাংশু কুমার মিত্র, এএসআই শিকদার হাসিবুর রহমান, অলিয়ার রহমান, জাহিদুল ইসলাম ও এএসআই তুহিন ইসলাম, সেখানে উপস্থিত হলে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে দিকবিদিক ছুটে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ নাশকতার সরঞ্জামসহ তাদেরকে আটক করেন।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল, হাতে তৈরি সাদৃশ্য বোমা, পেট্রোল ও লাঠিসহ ৫জনকে আটক করেন। বাকিরা পালিয়ে যায়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরকদ্রব্য আইনে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০/৬৫ জনের নামে লোহাগড়া থানায় মামলা দায়ের করতঃ শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় বিএনপি-জামায়াতের ৫নেতা আটক"

Leave a comment

Your email address will not be published.


*