নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে একটি থ্রি নট থ্রি রাইফেলসহ ১১ রাউন্ড তাজা গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া থেকে এ অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই মিল্টন কুমার দেবদাস ও এসআই আতিকুজ্জামানসহ একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া (দক্ষিন পাড়া)’র রজব মোল্যার ছেলে ও স্থানীয় লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দাউদ হোসেনের ভগ্নিপতি বাঁকা মোল্যা ওরফে কালা বাঁকার বাড়ির বসত ঘরের চিলেকোঠায় অবস্থিত পায়রার খোপ থেকে একটি স্বয়ংক্রিয় থ্রি নট থ্রি (গাদা) রাইফেলসহ ১১ রাউন্ড তাজা গুলি ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে। উদ্ধার হওয়া গুলির মধ্যে ৮ রাউন্ড বিওএফ ৬৭ রাইফেলের এবং ৩ রাউন্ড শর্ট গানের গুলি এবং ১’শ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। পুলিশের ধারনা, নাশকতার জন্য অস্ত্র, গুলি ও বিস্ফোরকদ্রব্য মজুদ করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন এই প্রতিনিধিকে জানান, লাহুড়িয়া ইউনিয়নে বিবাদমান দু’টি পক্ষ রয়েছে। একটি পক্ষের নের্তৃত্বে রয়েছেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, অপরটির নের্তৃত্বে রয়েছেন লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান দাউদ হোসেনের। বাঁকা মোল্যা দাউদ হোসেন পক্ষীয় লোক। মূলত প্রতিপক্ষ রুনু শিকদার পক্ষীয় লোকজনকে হত্যার উদ্দেশ্যে এ অস্ত্র-গোলাবারুদ মজুদ করা হয়েছিল। একাধিক সুত্রের দাবী, বাঁকা মোল্যাসহ দাউদ পক্ষীয় লোকজনদের কাছে বিপুল পরিমান শর্টগান ও রাইফেলসহ তাজা গুলি এবং বিস্ফোরকদ্রব্য মজুদ রয়েছে। অভিযানকালে বাঁকা মোল্যা বাড়িতে ছিলেন না।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Be the first to comment on "লোহাগড়ায় রাইফেল,গুলিসহ বিস্ফোরকদ্রব্য উদ্ধার"