নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া পৌর এলাকার প্রাণকেন্দ্রে অবস্থিত লক্ষীপাশা সংগীত একাডেমীর এক যুগপূর্তি উৎসব জাঁকজমকের সাথে শনিবার (১৪ মার্চ) একাডেমী চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপি নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল, চিত্রাংকন, নৃত্য, হাড়ি ভাঙ্গা, মহিলাদের বালিশ বদল প্রতিযোগিতা, অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক শিল্পী মিলু ঠাকুরের সভাপতিত্বে এবং শিক্ষক লিটন রেজার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি বিএম লিয়াকত হোসেন, লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ আল বারী, লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের বিশেষ আলোচক ছিলেন শেখ ছদরউদ্দিন শামীম। রাতে ঢাকা থেকে আগত শিল্পী ও লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ আল বারী, লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মনিরুল ইসলাম ও শিল্পী এসআই অনিল মুখার্জি মনোজ্ঞ ব্যান্ড-শো পরিবেশন করেন। বিপুল সংখ্যক দর্শক শ্রোতা উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় ছিলেন লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের এসএসসি-৯৪ ব্যাচের শিক্ষার্থীরা।
Be the first to comment on "লোহাগড়ায় লক্ষীপাশা সংগীত একাডেমীর এক যুগপূর্তি উৎসব"