নিউজ ডেস্ক॥ বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল রোববার (১৮ জুন) অনুষ্ঠিত হয়েছে। সমিতির উদ্যোগে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিকাল ৪ টায় এ অনুষ্ঠান শুরু হয়। চাচই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিতির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ ফয়জুল আমীর লিটু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য রওশন আরা লিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা শিক্ষা প্রাথমিক অফিসার মোঃ লুৎফর রহমান, জেলা আ’লীগ নেত্রী আঞ্জুমানআরা, শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাসুদুর রহমান, সমিতির সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আরিফ, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল শেখ, উজ্বল রায়, মশিউল আজম প্রমুখ। পরে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে কমিটির ৭১ সদস্যসহ প্রায় ৪ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
Be the first to comment on "লোহাগড়ায় শিক্ষক সমিতির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত"