নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন নিয়ে রোববার (৩০ এপ্রিল) সকালে উপজেলা অডিটরিয়ামে জঙ্গি সন্ত্রাস ও মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, রোববার সকালে উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিষদের সি এ আরিফুজ্জামানের পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ ফয়জুল আমীর লিটু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান ও পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমিন, জয়পুর ইউপি চেয়ারম্যান আখতার হোসেন, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু, লোহাগড়া ইউপি চেয়ারম্যান নজরুল শিকদার, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান, লোহাগড়া শিক্ষক সমিতির সভাপতি শিকদার আব্দুল জলিল, এসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, এস এইচ বি আর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল এটিএম বায়েজীদ বরকতী প্রমুখ। কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম,লক্ষীপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, অফিস সহকারি শরিফুল ইসলাম, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্মী,ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
প্রধান অতিথিসহ সকল বক্তারা তাদের বক্তব্যে বলেন, আজকের যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, আর এই যুব সমাজ যেন মাদকাসক্ত ও জঙ্গি সন্ত্রাসী হতে না পারে সে ব্যাপারে উপস্থিত সকলের প্রতি উদাত্ত্ব আহব্বান জানান।
Be the first to comment on "লোহাগড়ায় সন্ত্রাস জঙ্গি ও মাদক বিরোধী কর্মশালা অনুষ্ঠিত"