শিরোনাম

লোহাগড়ায় সাবেক চেয়ারম্যান বদর হত্যা ॥ আসামি জামিনে মুক্ত হয়ে বাদীকে হুমকি, থানায় জিডি

লোহাগড়ায় সাবেক চেয়ারম্যান বদর হত্যা ॥ আসামি জামিনে মুক্ত হয়ে বাদীকে হুমকি, থানায় জিডি

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর খন্দকার হত্যা মামলার এজাহারভূক্ত ১৬ জন আসামির মধ্যে ১২ জন আসামি উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিনে মুক্ত হয়ে মামলার বাদী ও নিহতের স্ত্রী নাজমিন বেগমকে হত্যাসহ বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছে। এ ঘটনায় নাজমিন বেগম বাদী হয়ে জামিনে মুক্ত আসামিদের বিরুদ্ধে শুক্রবার রাতে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। গত শুক্রবার রাতে লোহাগড়া ইউনিয়নের কালনা বাজারে আসামি ইবাদত শিকদারের নেতৃত্বে অপর আসামিরা এক গোপন বৈঠক করেছেন। অব্যহত হুমকির কারনে মামলার বাদীসহ নিহতের পরিবারের সদস্যরা চরম আতংক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে তিনি গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন।

উল্লেখ্য: গত বৃহস্পতিবার (১২মার্চ) মামলার এজাহারভূক্ত ১৬ জন আসামির মধ্যে ১২ জন আসামি উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিনে মুক্ত হয়ে লোহাগড়ায় অবস্থান নিয়েছেন। বদর হত্যা ঘটনার মাত্র ১৬ দিনের মধ্যে আসামিরা জামিনে মুক্ত হওয়ায় সম্ভাব্য হামলা ও মিথ্যা মামলার আশংকায় শংকিত হয়ে পড়েছে নিহতের পরিবার। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার (১৩মার্চ) রাতে নিহতের স্ত্রী নাজমিন বেগম বাদী হয়ে লোহাগড়া থানার একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নং ৭৪৫। শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন কুমার দেবদাস জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়-পরাজয় নিয়ে বর্তমান চেয়ারম্যান নজরুল শিকদারের লোকজনের সাথে নিহত সাবেক চেয়ারম্যান বদর খন্দকারের লোকজনের মধ্যে বিরোধের জেরে গত ২৪ ফেব্রুয়ারী বদর খন্দকারকে একদল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারী নিহতের স্ত্রী নাজমিন বেগম বাদী হয়ে ১৬ জনের নামে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় সাবেক চেয়ারম্যান বদর হত্যা ॥ আসামি জামিনে মুক্ত হয়ে বাদীকে হুমকি, থানায় জিডি"

Leave a comment

Your email address will not be published.


*