নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে সোমবার রাতে ৪জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে এসআই আবু বকর’র নেতৃত্বে এএসআই কাজল হোসেনসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের টিটু মোল্যার বাড়ির সামনে থেকে ৪৭পিচ ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন।
আটককৃতরা হলেন, উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত আব্দুল মালেক মোল্যার ছেলে টিটু মোল্যা, জয়পুর ইউনিয়নের মরিচপাশা গ্রামের পারঘাটার শিকদার আনিসুর রহমানের ছেলে এনায়েত শিকদার, ধানাইড় গ্রামের বাদশা শেখের ছেলে উজির শেখ ও নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের মুন্সি শামসুর রহমান ওরফে কালামের ছেলে সোহেল রানা। তাদের কাছ থেকে ৪৭পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Be the first to comment on "লোহাগড়ায় ৪৭ পিচ ইয়াবাসহ ৪মাদক ব্যবসায়ী আটক"