নিউজ ডেস্ক ॥ কৃষি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাসকে শ্রেষ্ট কৃষি কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার নড়াইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে উপ-পরিচালক চিন্ময় রায়ের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম (বার)। উপস্থিত ছিলেন জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি মো. হাসানুজ্জামানসহ আরও অনেকে। সভা শেষে কৃষি ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরুপ লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাসকে শ্রেষ্ট কৃষি কর্মকর্তা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
Be the first to comment on "লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন বিশ্বাসকে শ্রেষ্ট কৃষি কর্মকর্তা সম্মাননা প্রদান"