নিউজ ডেস্ক: কিছুদিন ধরেই খবরে লুলিয়া ভানন্তুর। কারণ অবশ্যই সলমন। কিন্তু এবার খবরে নয়, একেবারে শিরোনামে লুলিয়া। এমনকি বদলে গিয়েছে কারণটিও। সোশ্যাল মিডিয়ায় হট সিক্স মেলে ধরলেন রিয়েল সুলতানি।
আপাতত মুম্বই আছেন এই রোম্যানিয়ান সুন্দরী। এখানের এক জিমে গিয়ে ওয়ার্ক আউট করেছেন তিনি। এই সময় নির্মেদ অ্যাবস-এর একটা ছবি পোস্ট করেছেন তিনি। যা এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
তবে এখন সমস্যাটা হচ্ছেন সলমন। মেয়েদের শরীর দেখানো কিংবা পর্দায় ঘনিষ্ঠতা একদমই পছন্দ করেন না তিনি। সেখানে নিজের গার্লফ্রেন্ড এমন করলেন। তাই এখন দেখার ভাইজান এটা সহজে মেনে নেনে কিনা! নাকি এবারও ধরবে সম্পর্কে চিড়।
প্রকাশ্যে এখনও কিছুই বলেননি সলমন। কিন্তু সম্প্রতি প্রীতি জিন্টার রিসেপশনে লুলিয়াকে সঙ্গে করে নিয়ে গিয়ে সবাইকে চমকে দিয়েছেন চুলবুল পাণ্ডে।

Be the first to comment on "শরীর দেখালেন সলমন গার্লফ্রেন্ড"