শিরোনাম

শাহবাগে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ

নিউজ ডেস্ক : গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম দলের ডাকা হরতালে পুলিশ শাহবাগে অবস্থানরত বিক্ষোভকারীদের ওপর জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। পুলিশ শাহবাগ থেকে আটক ৭ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছে, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ভোজন, রাহাত ও নয়ন। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শাহবাগ মোড় থেকে বিক্ষোভকারীদের রাজপথ থেকে সরাতে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এসময় সাতজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক বাংলা ট্রিবিউনকে বলেন, জনগণের হরতালে পুলিশের আক্রমণ প্রমাণ করেছে, এই সরকার জণগণ বিরোধী সরকার, মানুষের পকেট মারার সরকার। তার অভিযোগ, প্রগতিশীল ছাত্রজোটের প্রায় সাতজনকে আটক করেছে পুলিশ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "শাহবাগে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ"

Leave a comment

Your email address will not be published.


*