নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার শেখপাড়া বাতাসী গ্রামের ছাত্র মোঃ ফাহিম হাসান অমি খাঁন এ বছর অনুষ্ঠিতব্য সমাপনী ২০১৭ পরীক্ষায় গোল্ডেন জি,পি,এ-৫.০০ পেয়েছেন। তার পিতার নাম, মোঃ ইনামুল খাঁন, মাতা-মিসেস ফরিদা খানম। সে শেখপাড়া বাতাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করে এই সাফল্য অর্জন করেছে। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চায়। এ সাফল্যের জন্য তার পিতা মোঃ ইনামুল খাঁন,স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব সৈয়দ রওশন আলী ও প্রধান শিক্ষক এসএম আসাদুজ্জামানসহ সকল শিক্ষকদের ধন্যবাদ ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুভ কামনায়“দাদা,দাদী,নানা,নানী,পিতা,মাতা,মামা,খালা,ফুফুসহ আত্মীয়স্বজন।
Be the first to comment on "সমাপনী পরিক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন ফাহিম হাসান অমি"