নিউজ ডেস্ক : সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রাম থেকে আজ শনিবার সকালে আব্দুস সবুর প্রামাণিক (৪৮) নামে এক সাবেক সেনা সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আব্দুস সবুর ওই গ্রামের মো. গোলজার রহমান প্রামাণিকের ছেলে। সে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সৈনিক। এ হত্যাকান্ডের ঘটনায় শফিউল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আব্দুস সবুর এলাকায় একজন প্রতিবাদী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। এ নিয়ে স্থানীয় কিছু সুবিধাবাদী ব্যক্তির সাথে তার দ্বন্দ্ব দেখা দেয়। ওই গ্রুপটি বিভিন্ন সময়ে তাকে হুমকি দিতো। শুক্রবার বিকেলে বাজার করার উদ্দেশ্যে সবুর বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর গভীর রাতেও তিনি বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু সারারাতে তার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে মাওয়াগাড়ী গ্রামে নিজ বাড়ির অদুরে একটি বাগানের পাশে ফাঁকা জায়গায় সবুর প্রামাণিকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
সাবেক সেনা সদস্যের গলাকাটা লাশ উদ্ধার

Be the first to comment on "সাবেক সেনা সদস্যের গলাকাটা লাশ উদ্ধার"