শিরোনাম

সিরিয়ার দুই শহরে বোমা হামলায় নিহত শতাধিক

নিউজ ডেস্ক : সিরিয়ার উপকূলীয় দুটি শহর জাবলেহ এবং তারতাউসে বোমা হামলায় ১শ’র বেশি মানুষ নিহত হয়েছে। সোমবার একটি সরকার নিয়ন্ত্রিত এলাকায় এ বোমা হামলা হয়। ওই এলাকায় রাশিয়ার বাহিনী আছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

শহর দুইটিতে বোমা হামলায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকদের লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে বলে জানিয়েছে। ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ বলেছে, অন্তত ৫ টি আত্মঘাতী হামলা এবং দুটি গাড়িবোমা হামলায় বহু মানুষ আহত হয়েছে। রাশিয়ার নৌবাহিনী মোতায়েন থাকা শহর তারতাউসে এবং জাবলেহ শহরে আইএস এর এটিই প্রথম এ ধরনের হামলা। অবজারভেটরির হিসাবমতে,জাবলেহ শহরে বোমা হামলায় নিহত হয়েছে ৫৩ জন আর তারতাউসে বোমা হামলায় নিহত হয়েছে আরও ৪৮ জন।সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন হামলার খবর নিশ্চিত করে জানালেও হতাহতের সংখ্যা কম উল্লেখ করেছে।

রাষ্ট্রীয় গণামাধ্যম জানায়, তারতাউস শহরের একটি পেট্রোল স্টেশনে একটি গাড়ি বোমা এবং দুটো আত্মঘাতী বোমা হামলা হয়েছে। অন্যদিকে, জাবলেহ শহরে ৪ টি বোমা বিস্ফোরণের একটি ঘটেছে হাসপাতালের কাছে। জাবলেহ শহরে নিহতদের বেশির ভাগই নারী ও শিশু বলে পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। শহরের বাস স্টেশনের প্রবেশপথে দুটো বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।

basic-bank

Be the first to comment on "সিরিয়ার দুই শহরে বোমা হামলায় নিহত শতাধিক"

Leave a comment

Your email address will not be published.


*