নিউজ ডেস্ক : সিরিয়ায় আমেরিকার বিমান হামলায় মৃতের সংখ্যা আরও বাড়ল। খোঁজ মিলল মৃত নতুন ১৪জন নাগরিকের। মার্কিন বাহিনীর এই আইএস দমন হামলাতেই মারা যান সিরিয়ার ওই নাগরিকরা। এই নিয়ে মার্কিন হানায় মারা গেলেন ৫৫ জন সাধারন মানুষ। মার্কিন সেনাবাহিনী নিজেই এই নতুন তথ্য দিয়েছে।
সিরিয়ায় আই এসদমনের উদ্দেশ্যে বারবার হামলা চালাচ্ছে মার্কিন সেনাবাহিনী। তারই স্বীকার হচ্ছেন স্থানীয় মানুষ।
মধ্যপ্রাচ্যে গত বছর ২৮ জুলাই থেকে ২৯ এপ্রিল ২০১৬ অবধি ছয়টি বিমান হামলা চালিয়েছে আমেরিকা। তাদের দাবি প্রত্যেক ক্ষেত্রেই তারা সাধারন মানুষকে দূরে রেখেই হামলার ছক কষেছেন। দুর্ভাগ্যবশত কোনবারিই এমনটা হয়নি।
১৯জুলাই আইএস অধিকৃত অঞ্চল মানবিজে মার্কিন বিমান আক্রমনের একটি বিশেষ তদন্ত চালাতে গিয়েই এই নতুন মৃত মানুষদের তথ্য সামনে আসে।
আমেরিকার সেন্ট্রাল কম্যান্ডের দাবিকে নস্যাৎ করে লন্ডনের একটি সংস্থার জানাচ্ছে মোট মৃতের সংখ্যা ৫৬। তাঁদের দাবি মৃতদের মধ্যে রয়েছে ১১ জন শিশুও। প্রসঙ্গত ২০১৪’র সেপ্টেম্বর থেকে মার্কিন বিমান হামলায় মারা সিরিয়ায় মারা গিয়েছেন প্রায় ৬০০ নাগরিক। মৃতদের দলে রয়েছে ১৩৬ জন শিশুও।
Be the first to comment on "সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আরও ১৪ জন নিহত"