শিরোনাম

স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত রইজ উদ্দিনের নাম প্রত্যাহারের প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত রইজ উদ্দিনের নাম প্রত্যাহারে প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক ॥ ‘স্বাধীনতা পুরস্কার-২০২০’ থেকে কথা সাহিত্যিক এস এম রইজ উদ্দিন আহম্মদের নাম প্রত্যাহারের প্রতিবাদে লোহাগড়া উপজেলা গেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে এসব কর্মসূচী পালিত হয়।
সচেতন নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আইয়ুব হোসেন, আসাদুজ্জামান সরদার, চান সরদার, কাহাব খা,শেখ নওশের আলী, কবি কামনা ইসলাম, কবি শেফালী বেগম, প্রধান শিক্ষক আসাদ মোল্যা, মোশারেফ হোসেন, দিঘলিয়া ইউপি আ‘লীগের সভাপতি ওহিদুর রহমান, জহির আহম্মেদ ফকির প্রমুখ। মানববন্ধনে কবি, শিল্পী, সাহিত্যিকসহ পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের কৃতি সন্তান কথা সাহিত্যিক এস এম রইজ উদ্দিন আহম্মদ এ বছর স্বাধীনতা পুরস্কারে মনোনীত হন। গত ২০ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরপর একটি কুচক্রীমহল রইজ উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের কারনে গত ১২ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের সংশোধিত গেজেটে ‘স্বাধীনতা পদক’ থেকে রইজ উদ্দিনের নাম বাদ দেয়া হয়। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে রইজ উদ্দিনের নাম পুনরায় অন্তর্ভূক্তির দাবি জানান বক্তারা।

জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের কবি এস এম রইজ উদ্দিনের প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০টি। এছাড়া সম্পাদিত বইয়ের সংখ্যা একশ’ বেশি। তিনি গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ছড়া, আঞ্চলিক ইতিহাস, ভ্রমণ কাহিনী, কাহিনী কাব্য, ইতিহাস-ঐহিত্য, জ্ঞান-বিজ্ঞান, রম্য রচনা, গবেষণা গ্রন্থ, বয়স্ক শিক্ষার বই, সম্পাদনা বই, প্রশিক্ষণ গাইডসহ বিভিন্ন ধরণের বই লিখেছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত রইজ উদ্দিনের নাম প্রত্যাহারের প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ"

Leave a comment

Your email address will not be published.


*