নিউজ ডেস্ক : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ওছখালি বাজারে অভিযান চালিয়ে এলজি ও গুলিসহ জামশেদ হোসেন হৃদয় (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জামশেদ উপজেলার জাহাজমারা গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাতে ওছখালি বাজারে অভিযান চালিয়ে জামশেদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে মঙ্গলবার ভোরে সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, হৃদয় চট্টগ্রামে থাকেন। কয়েকদিন আগে হৃদয়সহ তিন দস্যু ডাকাতির উদ্দেশে হাতিয়ায় আসেন। এ ঘটনায় আটক হৃদয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Be the first to comment on "হাতিয়ায় এলজি ও গুলিসহ আটক ১"