নিউজ ডেস্ক : মুসলিম প্রধান দেশের মানুষদের মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে চাকরি ছাড়লেন হোয়াইট হাউসের বাংলাদেশি বংশোদ্ভুত কর্মী রুমানা আহমেদ। সেই ২০১১ সালে তাঁকে হোয়াইট হাউসের কর্মী হিসেবে নিয়োগ করেন ওবামা। পরে তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য হন। ‘দি আটলান্টিক’ সংবাদপত্রে রুমানা লিখেছেন, ‘দেশের স্বার্থ রক্ষা এবং দেশের সুবিধা তুলে ধরাই আমার কাজ। হোয়াইট হাউসের ওয়েস্ট উইং-এর কর্মরত আমিই একমাত্র হিজাব পরা মুসলিম নারী। ওবামা প্রশাসনে আমি সর্বদা স্বাচ্ছন্দ্য বোধ করতাম। ’
২০১৬ সাল থেকে মুসলিম ধর্মাবলম্বীদের ট্রাম্প আঘাত করে চলেছেন। এরপরেও তিনি হোয়াইট হাউসে কাজ করছিলেন ভাল কিছু হবে–এই আশায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাত মুসলিম দেশের অধিবাসীদের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে বিতর্কিত এক্সিকিউটিভ অর্ডারে সই করেন। আর তার আটদিনের মাথায় হোয়াইট হাউস ছাড়েন রুমানা আহমেদ। তাঁর আরও অভিযোগ, ট্রাম্প প্রশাসনের কর্তাব্যক্তিদের মধ্যেও রয়েছে ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষী মানসিকতা।
সূত্র: আজকাল
Be the first to comment on "হোয়াইট হাউস ছাড়লেন বাংলাদেশি নারী কর্মী"