শিরোনাম

১৪ মার্চ পর্যন্ত লাগাতার আন্দোলন, ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও

নিউজ ডেস্ক : গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও কমিনিউস্ট পার্টি বাংলাদেশ (সিপিবি)। এর মধ্যে রয়েছে ১ থেকে ১৪ মার্চ পর্যন্ত লাগাতার আন্দোলন ও ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি।
এরপরেও যদি গ্যাসের দাম না বাড়ানোর দাবি মেনে না নেয়, তাহলে সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে বামপন্থি দলগুলোর নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশে কমিনিউস্ট পার্টি ও সমাজতান্ত্রিক দলের পক্ষে এ ঘোষণা দেন কমিনিউস্ট পার্টির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ।
এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করেছে দলের নেতাকর্মী। হরতাল শেষে সমাপনী সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে আবু জাফর বলেন, দেশ লাভবান। তারপরেও গ্যাসের দাম কেন বেড়েছে। কারণ উন্নয়নের নামে মানুষের পকেট কাটছে সরকার। এটা হতে দেওয়া হবে না।
তিনি বলেন, ১ মার্চ থেকে যদি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রক্রিয়া চালু থাকে তাহলে ১ থেকে ১৪ মার্চ লাগাতার আন্দোলন করবে সিপিবি। এরপর দাম বৃদ্ধির প্রতিবাদে ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে।
এরপরেও যদি সরকারের টনক না নড়ে তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।
সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান তার সঙ্গে সহমত পোষণ করে বলেন, সরকার লুটেরা গোষ্ঠীর পক্ষে কাজ করছে। যার বোঝা বহন করতে হবে সাধারণ মানুষকে। কিন্তু আমরা তা হতে দেবনা।
তিনি বলেন, আমাদের আজকের হরতালে দেশের ৯৯ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। তাদের সঙ্গে নিয়েই আমরা আন্দোলন সফল করবো।
এ সময় আরও বক্তব্য রাখেন- কমিনিউস্ট পার্টির সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা আব্দুর রাজ্জাক, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "১৪ মার্চ পর্যন্ত লাগাতার আন্দোলন, ১৫ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও"

Leave a comment

Your email address will not be published.


*