নিউজ ডেস্ক॥ বন্ধ করার ২৪ ঘন্টার মধ্যেই বাংলাদেশে ভারতীয় জি নেটওয়ার্কের জি বাংলা, জি সিনেমাসহ সব চ্যানেলের সম্প্রচার ফের শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(কোয়াব) এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ।
তিনি বলেন, আজ বেলা ১১টা থেকে বন্ধ থাকা জি নেটওয়ার্কের সব চ্যানেল খুলে দেয়া হয়েছে। এর আগে সোমবার তথ্য মন্ত্রণালয় নির্দেশনা পাওয়ার পর চ্যানেলগুলো বন্ধ রাখা হয় বলে জানান বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান। তবে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে চ্যানেলগুলো বন্ধ করতে কোনো নির্দেশ দেয়া হয়নি।
জানা গেছে, সোমবার তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে দুই পরিবেশক সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। নোটিশপ্রাপ্তির পরই জাদু ভিশন জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ক্যাবল অপারেটরদের কাছে এসব চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার হচ্ছে কিনা তা জানাতে বলা হয়েছিল।
Be the first to comment on "২৪ ঘন্টার মধ্যেই জি নেটওয়ার্কের সব চ্যানেল বাংলাদেশে ফের চালু"